রাজ্যে প্রথম দফা নির্বাচন কেমন? কমিশনে রিপোর্ট দুবের

, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে দাবি তুলেছে বিজেপি, তাতে তিনি বলেন, ''এবিষয়ে নির্বাচন কমিশনই সঠিক সিদ্ধান্ত নেবে।''

Updated By: Apr 13, 2019, 11:41 AM IST
 রাজ্যে প্রথম দফা নির্বাচন কেমন? কমিশনে রিপোর্ট দুবের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম দফা নির্বাচন কেমন হল, তা রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিতে গেলেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। পাশাপাশি দ্বিতীয় দফা নির্বাচনে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও এদিন নির্বাচন কমিশনে আলোচনা করবেন তিনি। 

বিবেদ দুবে জানান, এই মুহূর্তের তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের নিরাপত্তার বিষয়টি। দ্বিতীয় দফায় রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, সেবিষয়ে ইতিমধ্যেই ইসি কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন বিবেক দুবে।   

রামনবমীতে বাইক মিছিলের অনুমতি দিল না পুলিস
উল্লেখ্য, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে দাবি তুলেছে বিজেপি, তাতে তিনি বলেন, ''এবিষয়ে নির্বাচন কমিশনই সঠিক সিদ্ধান্ত নেবে।''

রামনবমীতে অস্ত্র মিছিল হবে, সাফ জানালেন দিলেন দিলীপ ঘোষ
রামনবমীতে অস্ত্র মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ''রামনবমীতে অস্ত্র মিছিল হলে, সেটা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের।'' যদিও তৃণমূল দাবি করছে, রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিল নিয়ে কড়া পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। 

 

.