প্রচারে গেলে হতে পারে প্রাণ সংশয়, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কমিশনে বিজেপি প্রার্থী অনুপম হাজরা

বৃহস্পতিবার অনুপম হাজরার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ধোসাতে প্রচারে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথ থেকেই ফিরে আসতে হয় তাঁকে। 

Updated By: Mar 29, 2019, 12:10 PM IST
প্রচারে গেলে হতে পারে প্রাণ সংশয়, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কমিশনে বিজেপি প্রার্থী অনুপম হাজরা

নিজস্ব প্রতিবেদন: প্রচারে বেরোলে প্রাণ সংশয় হতে পারে তাঁর। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের ভিত্তিতে প্রচারেই যেতে পারলেন না যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

 

বৃহস্পতিবার অনুপম হাজরার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ধোসাতে প্রচারে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথ থেকেই ফিরে আসতে হয় তাঁকে। 
রাজ্য পুলিসও কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ।

অমিত শাহর সভা ঘিরে এখন চূড়ান্ত তত্পরতা আলিপুরদুয়ারে
শনিবারই তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন অনুপম হাজরা। এদিকে, বৃহস্পতিবার বিকালে বারুইপুর পৌরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনকে কেন্দ্র করে হাতহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরাও। তাঁকেও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

দাপুটে 'কমরেড' তড়িত্ তোপদারের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং!

অনুপম হাজরার অভিযোগ, শাসকদল এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে। প্রচারে বাধা দিচ্ছে। 
প্রসঙ্গত, বৃহস্পতিবার ধোসায় যেতে না পেরে গোচরণ এলাকাতেই কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন অনুপম হাজরা৷ 

.