''ভোটে জেতা নয়, আসলে তথ্য প্রমাণ লোপাট করতেই প্রার্থী হয়েছেন ভারতী''
''ভোটে জেতা উদ্দেশ্য নয় উদ্দেশ্য তথ্য প্রমাণ লোপাট করা।'' ভারতী ঘোষের সম্পর্কে বিস্ফোরক দাবি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির।
নিজস্ব প্রতিবেদন: ''ভোটে জেতা উদ্দেশ্য নয় উদ্দেশ্য তথ্য প্রমাণ লোপাট করা।'' ভারতী ঘোষের সম্পর্কে বিস্ফোরক দাবি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির।
প্রসঙ্গত ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে রাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা চেয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শুক্রবারই সুপ্রিম কোর্টে সেই আর্জির শুনানি হওয়ার কথা। এরই মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের স্টার প্রার্থী দেবের সমর্থনে কেশপুরের এক দলীয় সভায় পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ভারতী ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন।
বাঁকুড়ায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
তাঁর দাবি, নির্বাচনে জয়ের জন্য ভারতী ঘোষ লড়ছেন না, ভারতী ঘোষের উদ্দেশ্য তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলির তথ্য প্রমাণ লোপাট করা।
যদিও এবিষয়ে সুস্পষ্ট কোনও মন্তব্য করেননি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। তাঁর যুক্তি, সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
মোটের উপর ঘাটালে বিজেপি প্রার্থীকে নিয়ে রাজ্য রাজনীতি যে আবার চর্চায় উঠে আসবে তা কার্যত স্পষ্ট।