বাঁকুড়ায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সৌমিত্র খাঁকে গ্রেফতার করা যাবে না। কিন্তু সৌমিত্র খাঁ-ও বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বলে স্পষ্ট করে দেয় আদালত।
নিজস্ব প্রতিবেদন : বাঁকুড়ায় ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সৌমিত্র খাঁ। প্রতারণা মামলায় বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর উপর বাঁকুড়ায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেছেন সৌমিত্র খাঁ।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ। তাঁকে বিষ্ণুপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এদিকে চলতি বছরের শুরুতেই বড়জোড়া থানায় তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়। সম্পর্কে পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, দাদা সৌমিত্র চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা নেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু, দু'বছর কেটে গেলেও চাকরি তিনি পাননি। টাকাও ফেরত পাননি।
আরও পড়ুন, 'ও বাঘ নাকি?' অর্জুনকে পাল্টা চ্যালেঞ্জ অনুব্রতর
এরপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সৌমিত্র খাঁকে গ্রেফতার করা যাবে না। কিন্তু সৌমিত্র খাঁ-ও বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বলে স্পষ্ট করে দেয় আদালত। এরপর বাঁকুড়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও একদফা বাড়ায় হাইকোর্ট। আরও ৩ সপ্তাহ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বলে জানায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন, 'তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই', মোদীকে নজিরবিহীন আক্রমণে মমতা
হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় প্রবেশের অনুমতি না পেলে, সৌমিত্র খাঁ কীভাবে প্রচার করবেন? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, ৭ দফা লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ১২ মে বিষ্ণপুরে ভোট। হাতে সময় মাত্র ১ মাস ৭ দিন। সময় যত গড়াবে, ভোট তত এগোবে, দিন তত কমবে।