"ব্যারাকপুরে ওটা অর্জুন সিংহের সংগঠন, হারবে দীনেশ ত্রিবেদী"

ব্যারাকপুর লোকসভা আসনের প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার ৪ বারের বিধায়ক অর্জুন সিং।

Updated By: Mar 16, 2019, 06:20 PM IST
"ব্যারাকপুরে ওটা অর্জুন সিংহের সংগঠন, হারবে দীনেশ ত্রিবেদী"

নিজস্ব প্রতিবেদন : দিল্লি থেকে কলকাতায় পা রেখেই হুঙ্কার দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং। বৃহস্পতিবার মুকুল রায়ের উপস্থিতিতে দিল্লিতে বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার ৪ বারের বিধায়ক। এরপর শনিবার বিকালে শহরে ফেরেন তিনি।

দমদম বিমানবন্দরে প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন সমর্থক, অনুগামীরা। অর্জুন সিং বিমানবন্দরের গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতেই তাঁকে মালা পরিয়ে বরণ করেন অনুগামীরা। তাঁর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। তাঁকে নিয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।

বিমানবন্দরে দাঁড়িয়েই অর্জুন সিং হুঙ্কার দেন, "দীনেশ ত্রিবেদীকে হারাবই।" প্রসঙ্গত, ব্যারাকপুর লোকসভা আসনের প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার ৪ বারের বিধায়ক অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্র থেকে ২০১৪-র পর এবারও দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপি অর্জুন সিংকে প্রার্থী করতে চলেছে বলে খবর। ব্যারাকপুর লোকসভা আসনের দ্বৈরথ নিয়ে এদিন বিজেপি নেতা অর্জুন সিংকে প্রশ্ন করতেই তিনি বলেন, " ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদী হারবে। ব্যারাকপুরে তৃণমূলের সংগঠন না, ওটা অর্জুন সিংহের।"

আরও পড়ুন, নুসরতকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতা-সহ গ্রেফতার ২

উল্লেখ্য, এদিন সকালে জগদ্দলের মেঘনা মিল এলাকায় অর্জুন সিংয়ের খাস তালুক বিজয়গড়ে 'অর্জুন ঘনিষ্ঠ' একজনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই প্রসঙ্গেও অর্জুন সিংয়ের হুঁশিয়ারি, এর জবাব তাঁরা ব্যালটেই দেবেন। বলেন, "হামলা হয়েছে শুনলাম। আমরাও জবাব ব্যালটে দেব।"

.