ছাপ্পার নালিশ বিজেপির, পুলিস সাহায্য করেছে, বললেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

প্রথম দফার ভোটগ্রহণে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর মিলেছে। 

Updated By: Apr 11, 2019, 04:59 PM IST
ছাপ্পার নালিশ বিজেপির, পুলিস সাহায্য করেছে, বললেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদন: রাজ্য পুলিস যেখানেই ছিল, সেখানে অশান্তি ছড়িয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করল বিজেপি। সেই অভিযোগ নস্যাত্ করে কমিশনের বিশেষ পর্যবেক্ষক জানালেন, রাজ্য পুলিস সহযোগিতা করেছে। 

এদিন সকালেই কোচবিহার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। বলেছিলেন, সুষ্ঠুভাবে কেন্দ্রীয় বাহিনী  ব্যবহার করা গিয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে বড় ধরনের গণ্ডগোলের খবর নেই। শহরে ফিরে দুবে বলেন,''ভোট শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য পুলিশ সহযোগিতা করেছে''।

কমিশনে ভোটে কারচুপির নালিশ করেছে বিজেপি। দলের নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, রাজ্য পুলিস যেখানে ছিল, সেখানেই হিংসা ছড়িয়েছে। শীতলকুচিতে ১৫০টি বুথে ভোটের নামে চলেছে প্রহসন। দিনহাটার ৪০টি বুথে ভোটই হয়নি''। 

আরও পড়ুন- পশ্চিমবঙ্গে উর্দু চালু করতে চাইছেন মমতা, রায়গঞ্জে অমিত শাহ

প্রথম দফার ভোটগ্রহণে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর মিলেছে। বিভিন্ন জায়গায় বিকল হয়েছে ইভিএম। এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।      

.