• 0/542 TARGET 272
  • BJP+

    0BJP+

  • CONG+

    0CONG+

  • OTH

    0OTH

ফের উত্তপ্ত ডোমকল, আহত বিজেপির মহিলা সমর্থক

তৃতীয় দফার ভোটগ্রহণে সকাল থেকই উত্তপ্ত মুর্শিবাদের ডোমকল। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে।  ফের ডোমকল মোমিনপুরে আহত বিজেপি সমর্থক জামেনা বিবি। গুরুতর আহত অবস্থায় তাকে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে জামিনা বিবির। 

Updated: Apr 23, 2019, 10:12 AM IST
ফের উত্তপ্ত ডোমকল, আহত বিজেপির মহিলা সমর্থক

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার ভোটগ্রহণে সকাল থেকই উত্তপ্ত মুর্শিবাদের ডোমকল। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে।  ফের ডোমকল মোমিনপুরে আহত বিজেপি সমর্থক জামেনা বিবি। গুরুতর আহত অবস্থায় তাকে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে জামিনা বিবির। 

আরও পড়ুন: ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত ডোমকল, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে বোমা ছোঁড়ার অভিযোগ

এই আগে সকালে ডোমকলের তৃণমূল কাউন্সিলরের স্বামী তুজ্জাম্মেল আনসারিকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। মাসাদুল ইসলাম নামে কাউন্সিলরের সহযোগীকে সিপিএম সমর্থকরা মারধর করেন বলেও অভিযোগ। উল্লেখ্য়, ইতিমধ্যেই ডোমকলের ২২ নং বুথে টহল দিচ্ছে SDPO। 

তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।