চতুর্থ দফা ভোটের আগেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

আগামিকাল অর্থাৎ ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। বীরভূম, আসানসোল-সহ বিভিন্ন জায়গায় চলছে শেষ পর্বের প্রস্তুতি। আর এর মাঝেই ফের উত্তপ্ত বীরভূম। পতাকা পোড়ানোকে  কেন্দ্র করে শুরু ঝামেলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে। 

Updated By: Apr 28, 2019, 02:33 PM IST
চতুর্থ দফা ভোটের আগেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল অর্থাৎ ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। বীরভূম, আসানসোল-সহ বিভিন্ন জায়গায় চলছে শেষ পর্বের প্রস্তুতি। আর এর মাঝেই ফের উত্তপ্ত বীরভূম। পতাকা পোড়ানোকে  কেন্দ্র করে শুরু ঝামেলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজ করেছে। 

আরও পড়ুন: টাকা রফা নিয়ে বিজেপির সঙ্গে বিবাদের কথা অস্বীকার করলেন শান্তনু ঠাকুর

অভিযোগ, রবিবার সকালে বিজেপির বেশ কিছু পতাকা পুড়ে যাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। সেখান থেকেই বাঁধে বচসা। সবমিলিয়ে ভোটের ঠিক আগের দিন এলাকায় উত্তেজনা ছড়ানোয় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।

উল্লেখ্য, জানানো হয়েছে ২৯ এপ্রিল ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করতে বাংলার প্রত্যেকটি বুথে আধা সেনা নিয়োগ করবে নির্বাচন কমিশন। 

.