কোচবিহারে তৃণমূলকর্মী মাজিদ আনসারি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত
দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল মাজিদ খুনের মূল অভিযুক্ত ।
নিজস্ব প্রতিবেদন: কলেজ ছাত্র মাজিদ আনসারি খুনের মামলার প্রধান অভিযুক্ত অভিজিত্ বর্মন গ্রেফতার । ভারত ভুটান সীমান্তের পাকড়িগুড়ি বস্তি থেকে শনিবার রাতে পাকড়াও হয় অভিজিত্ ।
আরও পড়ুন: বিয়েবাড়িতে চপার হাতে ঢুকল পাড়ার যুবক, নবদম্পতির সামনেই ভয়ঙ্কর ঘটনা
দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল মাজিদ খুনের মূল অভিযুক্ত । পুলিশ আসার খবর পেয়েই সীমান্ত টপকে ভুটানে চলে যেত ওই দুষ্কৃতী । পুলিস ইতিমধ্যেই এই মামলার বাকি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে । আদালতের নিদেশে হুলিয়া জারি হয়েছিল অভিজিতের বিরুদ্ধে । তৃণমূল নেতা মুন্না খান সহ বাকি ৫ জন এখন জেলে ।
আরও পড়ুন: ছাদে মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিলেন আইনজীবী, স্ত্রীকে ডাকতে এসে বেডরুমে যে অবস্থায় দেখলেন...
প্রসঙ্গত, ১৩ জুলাই বিকাল পৌনে চারটেয় কলেজ থেকে বাড়ি ফিরছিলেন মাজিদ। কোচবিহার শহরের চৌপথি এলাকায় দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর দুটি গুলি করে মাজিদকে। প্রথম গুলি ফস্কে গেলেও, দ্বিতীয় গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে যায় মাজিদের পেট। তারপর থেকে শিলিগুড়ির ওই নার্সিংহোমেই ভর্তি ছিলেন মাজিদ। ২ সপ্তাহ পর নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর।