তৃণমূলে ব্যাপক রদবদল, পর্যবেক্ষকদের বিলোপ, ২১ জনের রাজ্য সমন্বয় ও ৭ জনের স্টিয়ারিং কমিটি

২১ জনের রাজ্য সমন্বয় কমিটিতে কে কে স্থান পেলেন? আর ৭ জনের স্টিয়ারিং কমিটিতেই বা কে কে জায়গা পেলেন? 

Reported By: কমলিকা সেনগুপ্ত | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 23, 2020, 07:12 PM IST
তৃণমূলে ব্যাপক রদবদল, পর্যবেক্ষকদের বিলোপ, ২১ জনের রাজ্য সমন্বয় ও ৭ জনের স্টিয়ারিং কমিটি
ফাইল ফোটো
নিজস্ব প্রতিবেদন :  লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যপূরণে তৃণমূলের অভ্যন্তরে ব্যাপক রদবদল ঘটালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তৃণমূলের অন্দরে পর্যবেক্ষক বলে একটা সাংগঠনিক পদ ছিল। এবার সেই পর্যবেক্ষক পদের বিলোপ ঘটানো হল। এদিন ২১ জনের নতুন রাজ্য সমন্বয় কমিটি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ৭ জনের একটি স্টিয়ারিং কমিটি। রাজ্য সমন্বয় কমিটির উপরে থাকবে এই স্টিয়ারিং কমিটি। চলুন দেখে নেওয়া যাক, ২১ জনের রাজ্য সমন্বয় কমিটিতে কে কে স্থান পেলেন? আর ৭ জনের স্টিয়ারিং কমিটিতেই বা কে কে জায়গা পেলেন?

 রাজ্য সমন্বয় কমিটি

সুব্রত বক্সি, প্রেসিডেন্ট
পার্থ চট্টোপাধ্যায়, ক্যাবিনেট মন্ত্রী
সুব্রত মুখোপাধ্যায়, ক্যাবিনেট মন্ত্রী
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ
শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী
অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ
সাধন পাণ্ডে, ক্যাবিনেট মন্ত্রী
ফিরহাদ হাকিম, ক্যাবিনেট মন্ত্রী
অরূপ বিশ্বাস, ক্যাবিনেট মন্ত্রী
১০ গৌতম দেব, ক্যাবিনেট মন্ত্রী
১১ কাকলি ঘোষ দোস্তিদার, লোকসভা সাংসদ
১২ শান্তা ছেত্রী, রাজ্যসভা সাংসদ
১৩ অর্পিতা ঘোষ, রাজ্যসভা সাংসদ
১৪ নাদিমুল হক, রাজ্যসভা সাংসদ
১৫ হিতেন বর্মন, প্রাক্তন লোকসভা সাংসদ
১৬ মমতা ঠাকুর, প্রাক্তন লোকসভা সাংসদ
১৭ মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন লোকসভা সাংসদ
১৮ বিবেক গুপ্ত, প্রাক্তন রাজ্যসভা সাংসদ
১৯ দেবু টুডু, উপজাতি সেলের প্রাক্তন সভাপতি
২০ সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা
২১ ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার দলনেতা
 
স্টিয়ারিং কমিটি
সুব্রত বক্সি, প্রেসিডেন্ট
পার্থ চট্টোপাধ্যায়, ক্যাবিনেট মন্ত্রী
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ
শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী
অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ
ফিরহাদ হাকিম, ক্যাবিনেট মন্ত্রী
শান্তা ছেত্রী, রাজ্যসভা সাংসদ

আরও পড়ুন, 'আর বাঁচতে চাই না, লকডাউনে ৪ মাস দেখা হয়নি স্বামীর সঙ্গে', হস্টেলে আত্মঘাতী জুনিয়র ডাক্তার 

.