ইভিএমে প্রোগ্রামিং করা হয়েছে, কমিশনের সামনে প্রতিবাদ করা উচিত: মমতা
ইভিএম নিয়ে তদন্তের দাবিতে তামাম বিরোধী দলগুলির এগিয়ে আসা উচিত বলে মনে করেন মমতা।
নিজস্ব প্রতিবেদন: ইভিএমে প্রোগ্রামিং করা হয়েছে। তদন্ত দরকার। ফের নির্বাচনে ভোটযন্ত্রের কারচুপির অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তৃণমূল নেত্রী ঘোষণা করলেন, চলতি বছরের ২১ জুলাই ব্যালটে ভোটের দাবি সভা করবে তৃণমূল।
হুগলি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''কলঙ্কপূর্ণ ভোট হয়েছে। নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া উচিত ছিল। একটা কলেজিয়াম থাকা দরকার। বিভিন্ন জায়গায় ৩০ শতাংশ ইভিএম অকেজো ছিল। মক পোলও করা হয়নি''। তৃণমূল নেত্রীর অভিযোগ, ইভিএম প্রোগ্রামিং করা হয়েছিল। তদন্ত হওয়া দরকার।
ইভিএম নিয়ে তদন্তের দাবিতে তামাম বিরোধী দলগুলির এগিয়ে আসা উচিত বলেও মনে করেন মমতা। তাঁর কথায়, ''নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদে বসা উচিত''। তৃণমূল কি এমন কোনও কর্মসূচি নিচ্ছে? তৃণমূল নেত্রী বলেন,''আমি পরামর্শ দিতে পারি। আমি বাংলায় থাকি''।
নির্বাচনের সময় হাওয়ালার টাকা ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়, টাকা দিয়ে নির্বাচন হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে। সত্যিটা বেরিয়ে আসবে।
আরও পড়ুন- বিকাশপুরুষ থেকে সুশাসনবাবু, সাত ঘাটের জল খেয়ে এবার তৃণমূলে,কে এই প্রশান্ত?
এদিন তৃণমূলের জনসংযোগ যাত্রার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুন চন্দ্রকোনা থেকে শুরু হবে তৃণমূলের জনসংযোগ যাত্রা। চলবে ১৮ জুলাই পর্যন্ত। সুন্দরবন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা। ২১ জুলাই কলকাতায় প্রতিবছরের মত শহিদ সমাবেশ করবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,''একুশে জুলাইয়ের তিন দিন আগে থেকে লোক আসতে শুরু করেন। একুশের জুলাইয়ের পর আবার ২৫ জুলাই থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা''।