বিস্ফোরণে বাড়িতে ফাটল ধরে থাকলে ক্ষতিপূরণ দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নৈহাটি, চুঁচুড়া দু জায়গাতেই ভেঙে পড়ে বাড়ির কাচ। বাড়িতে ফাটল দেখা গিয়েছে।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jan 9, 2020, 06:27 PM IST
বিস্ফোরণে বাড়িতে ফাটল ধরে থাকলে ক্ষতিপূরণ দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : নৈহাটিতে বিস্ফোরণ কাণ্ডের জেরে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে পার্থ চট্টোপাধ্যায়কে যাচ্ছেন। কারও বাড়িতে যদি ফাটল ধরে থাকে, তাহলে সরকার ক্ষতিপূরণ দেবে। কোনও চিন্তা করবেন না।

উল্লেখ্য, নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের ভয়াবহতার ছবি শিউরে উঠেছে সবাই। অভিযোগ, নিয়ম না মেনেই নৈহাটিতে গঙ্গা পাড়ে বিস্ফোরক নিষ্ক্রিয় করছিল পুলিস। তখনই বিপত্তি বাধে। বিস্ফোরক ফেটে বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, গঙ্গার এপারে চুঁচুড়াতেও অভিঘাত এসে পৌঁছয়।

আরও পড়ুন, বিস্ফোরণ হতেই 'চম্পট' পুলিস! 'নিয়ম মানেনি', নৈহাটিকাণ্ডে অভিযোগ প্রাক্তন কর্তাদের

আরও পড়ুন, গঙ্গাপাড়ে যেন 'পরমাণু বিস্ফোরণ'! কেঁপে উঠল নৈহাটি, চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা

নৈহাটি, চুঁচুড়া দু জায়গাতেই ভেঙে পড়ে বাড়ির কাচ। বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এমনকি বেশ কিছু বাড়ির ছাদ উড়ে যায় বলেও অভিযোগ। ভেঙে পড়ে চুঁচুড়া পুরসভার জানলার কাজ। চুঁচুড়া হাসপাতালের ভিতরে ব্লাড ব্যাঙ্ক ঘরের কাচও ভেঙে পড়ে বিস্ফোরণের তীব্রতায়। ফাটল দেখা দিয়েছে স্কুলবাড়িতেও। সবমিলিয়ে নৈহাটিতে বিস্ফোরণের ঘটনায় জোর চাঞ্চল্য দেখা দিয়েছে।

.