ক্যা-কো-ই করো, ট্যাঁ-ফো এখানে করা যাবে না: Mamata

সিএএ, এনআরপি ও এনআরসি বাংলায় কার্যকর হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন মমতা।  

Updated By: Feb 11, 2021, 06:53 PM IST
ক্যা-কো-ই করো, ট্যাঁ-ফো এখানে করা যাবে না: Mamata

নিজস্ব প্রতিবেদন: টিকাকরণের পরই নাগরিকত্ব দেওয়া শুরু হবে বলে ঠাকুরনগরে ঘোষণা করেছেন অমিত শাহ (Amit Shah)। তবে তার আগেই শাহকে শুনিয়ে রেখেছেন মমতা (Mamata Banerjee)। সামাজিক প্রতিনিধিদের সম্মেলনে তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছেন,'বাংলায় এনআরসি (NRC), এনপিআর (NPR) ও সিএএ (CAA) হতে দেব না।'

এ দিন মমতা (Mamata Banerjee) বলেন, 'দিল্লিতে দাঙ্গায় কত লোক মারা গেছে! সেই ক্যা (CAA), এনআরসি  (NRC), এনপিআর (NPR) নিয়ে আজকে আবার ক্যা-কো করতে এসেছে, ক্যা-কো-ই করে বেরাও। ট্যাঁ-ফো এখানে করা যাবে না।' মমতার সংযোজন,'আবার বলছে, মোদীজি টাকা পাঠিয়েছেন, সেটা মমতাজি খেয়ে নিয়েছেন। মোদীজির পকেট থেকে টাকা দিয়েছেন নাকি! এটা দেশের টাকা। এখান থেকে ৪০ শতাংশ কর তুলে নিয়ে যায়। সেটা নেবে না।' 

তবে তার কিছুক্ষণ পরই মমতাকে জবাব দেন শাহ (Amit Shah)। ঠাকুরনগরের সভায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, 'যা বলি সেটা করি। নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাস করিয়েছি। এই পবিত্র ভূমিতে প্রতিশ্রুতি দিচ্ছি, টিকাকরণ শেষ হওয়ার পর আপনাদের নাগরিকত্ব দেবে বিজেপি।' মমতা বন্দ্যোপাধ্যায় বাধাদান করতে পারবেন না বলেও দাবি করেন শাহ। তাঁর কথায়, 'আর আটকাতেও পারবেন না। কারণ, এপ্রিলের পর তো মুখ্যমন্ত্রীই থাকবেন না।অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবে না নতুন সরকার। শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব।'

আরও পড়ুন- হয়ে যাক একটা খেলা ব্রিগেডে, Amit-কে চ্যালেঞ্জ 'গোলরক্ষক' Mamata-র

 

.