জলে ভিজে পুজো উদ্বোধন করতে গিয়ে ঠান্ডা লেগেছে, ২০ বছর আমার জ্বর হয়নি: Mamata

দীর্ঘ দিন তাঁর জ্বর-জ্বালা হয়নি বলেও জানান মমতা (Mamata Banerjee)।

Updated By: Oct 24, 2021, 06:26 PM IST
জলে ভিজে পুজো উদ্বোধন করতে গিয়ে ঠান্ডা লেগেছে, ২০ বছর আমার জ্বর হয়নি: Mamata

নিজস্ব প্রতিবেদন: পুজোয় কারও আমন্ত্রণই ফেরাননি। একের পর এক পুজোমণ্ডপে দিয়ে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)। বৃষ্টিতে ভিজে শতাধিক মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে ঠান্ডা লেগেছিল তাঁর। রবিবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে সে কথা নিতেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বলেন,''প্রচণ্ড বর্ষার সময় প্রায় ৪৬০টি ক্লাবের উদ্বোধন করেছি। জলে ভিজে ভিজে দেড়শো-দুশোটি পুজোর উদ্বোধন করতে দিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে। পুজোর সময়টা গলা দিয়ে কথা বলতে পারছিলাম না। এখনও কথা বলতে গেলে কাশি আসছে। পুরোটা ঠিক হইনি। তা সত্ত্বেও ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে। কিন্তু অনুষ্ঠান তো থামিয়ে রাখা যায় না।''

দীর্ঘ দিন তাঁর জ্বর-জ্বালা হয়নি বলেও জানান মমতা। তাঁর কথায়,''২০ বছর আমার কোনও জ্বর হয়নি। কাজ করতে করতে কেটে গেছে। ঠান্ডা যখন লাগে একটু বেশিই লাগে। তাই বেশি কথা বলবার অবকাশ কম। গলা ভাঙা। পঞ্চমীতেই উদ্বোধন করতে গিয়েই গলা ক্র্যাশ করে গিয়েছিল।''

পুজোর গান কীভাবে রেকর্ডিং করলেন সেই কাহিনিও শোনান মুখ্যমন্ত্রী। তিনি জানান,''৩০ তারিখ ভবানীপুরে ভোট ছিল। ২৯ তারিখ সন্ধেবেলায় নচিকেতা, ইন্দ্রনীল এক জায়গায় জড়ো হলাম। সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। ইন্দ্রনীল বলল, দিদি আমার বাড়িতে একটা স্টুডিয়ো আছে। বললাম কেমন দেখাও। ছোট্ট একটা একটা খুপে ঘর। নচি বলল, চলো আজই একটা গান হবে। আমি বললাম কী করে হবে? কোনও কোনও প্র্যাকটিস নেই, আলোচনা নেই। যা ইচ্ছে তাই! বলল, যা ইচ্ছে তাই-ই হবে। বলে এক-দু মিনিটের মধ্যে কতগুলি মন্ত্রকে এক জায়গায় নিয়ে আসে।  এক লাইন বগলামুখী মায়ের আছে। মা দুর্গাও আছে। মা কালীরও আছে। অর্থাৎ সর্বমঙ্গলা মঙ্গলাকে নিয়ে এসে বারো মাসে তেরো পার্বণকে আলোকিত করাই ছিল মূল উদ্দেশ্য। আমি গান লিখি, কথা দিই।''

আরও পড়ুন- Mamata-কে 'দেশনেত্রী' অভিধা Abhishek-র; BJP-র সুবিধা হচ্ছে, এক সুর Adhir-Sujan-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.