'দিল্লির ক্ষমতায় না থাকলেও মমতাই কেন্দ্রীয় সরকার'

এদিন পার্থবাবু বলেন, 'ক্ষমতায় না থেকেও মমতা বন্দ্যোপাধ্যাই কেন্দ্রীয় সরকার। ব্রিগেডের ময়দানে ২৪টি দলের উপস্থিতি সেকথাই প্রমাণ করেছে। প্রমাণ হয়েছে, নেতৃত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।'

Updated By: Jan 21, 2019, 08:03 PM IST
'দিল্লির ক্ষমতায় না থাকলেও মমতাই কেন্দ্রীয় সরকার'

নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় না থেকেও তিনিই কেন্দ্রীয় সরকার। ব্রিগেডে তা প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এভাবেই দলনেত্রীর স্তুতি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে নোটবাতিলের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ শানান তিনি। 

এদিন পার্থবাবু বলেন, 'ক্ষমতায় না থেকেও মমতা বন্দ্যোপাধ্যাই কেন্দ্রীয় সরকার। ব্রিগেডের ময়দানে ২৪টি দলের উপস্থিতি সেকথাই প্রমাণ করেছে। প্রমাণ হয়েছে, নেতৃত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।'

একই সঙ্গে বিজেপি আক্রমণ শানান পার্থবাবু। তিনি বলেন, 'এরা (বিজেপি) ভয় পেয়েছে। হতাশাগ্রস্ত হয়েছে। চলে যাবে। তার পর আবার কী হয়। কোথায় কী টাকা লুকিয়ে রেখেছে। নোটবন্দির টাকা... তাতে না গৃহবন্দি হয়ে যায়।'

এদিন পার্থবাবু বলেন, 'জমায়েতের নিরিখে আমার দেখা সেরা ব্রিগেড এটি।' 

দ্বিগুণ হচ্ছে বিধায়কদের ভাতা, প্রস্তাব গেল নবান্নে

গত ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের সমাবেশ কার্যত পরিণত হয়েছিল ২০১৯- লোকসভা নির্বাচনে বিরোধীশিবিরের একতামঞ্চে। কংগ্রেস, আম আদমি পার্টি থেকে দক্ষিণের জনতা দল সেকুলার, ডিএমকের মতো দলও হাজির ছিল সমাবেশে। এই সমাবেশ থেকেই বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে একের পর এক তোপ দাগেন বিরোধী নেতারা। তবে ২০১৯-এর নির্বাচনে বিরোধী শিবির জিতলে প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে মুখ খোলেননি কেউ। 

.