গাড়ি দাঁড় করিয়ে সিভিক ভলান্টিয়ার দিয়ে টাকা তুলছে পুলিস, বদনাম হচ্ছি আমরা: মমতা

নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Aug 21, 2019, 07:05 PM IST
গাড়ি দাঁড় করিয়ে সিভিক ভলান্টিয়ার দিয়ে টাকা তুলছে পুলিস, বদনাম হচ্ছি আমরা: মমতা

নিজস্ব প্রতিবেদন: 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচিতে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে তোলা তুলছে পুলিসের একাংশ। বদনাম হচ্ছে রাজ্য সরকার। দিঘায় প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'ভুরি ভুরি অভিযোগ আসছে তাঁর কাছে। অবিলম্বে বিষয়টি দেখুন।'      

এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বলেন,'পুলিসের সুবিধা হবে বলে সিভিক ভলান্টিয়ার নিয়েছিলাম। আইসি নির্দেশ দিচ্ছে, যা গিয়ে টাকা তুলে নিয়ে আয়। সুযোগের মিসইউজ করছে। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সচেতনতা জন্য নেওয়া হয়েছে।'

রাস্তায় গাড়ি আটকে টাকা তোলার প্রবণতা বেড়ে গিয়েছে বলে অভিযোগ। বিশেষ করে সিভিক ভলান্টিয়ারদের দাপটে অতিষ্ট সাধারণ মানুষ। সেই অভিযোগ পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'কমপ্লেন বেশি আসছে। রাফ ড্রাইভিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সারা বাংলা থেকে অভিযোগ পাচ্ছি। একটা বিডিও দুর্ব্যবহার করলে সরকারকে দায়ী করা হয়। আইনত কাজ করি। ফাঁকি না দিই।'

নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,'কোলাঘাট টু দিঘা প্রচুর ট্যুরিস্ট আসে। ট্রাফিক জোনে থাকবে সিসিটিভি। সেন্ট্রালি মনিটরিং করুন। দরকারে একটা নোডাল অফিসার রাখা হোক।'

আরও পড়ুন- পড়ন্ত বিকালে দিঘার সৈকতের ধারে দোকানে ঢুকে চা বানিয়ে খেলেন মুখ্যমন্ত্রী!

.