Mamata Banerjee: স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে হাসপাতালের বিরুদ্ধে FIR, বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হয়রানি অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

Updated By: May 17, 2022, 09:27 PM IST
Mamata Banerjee:  স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে হাসপাতালের বিরুদ্ধে FIR, বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েকদিনের। স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে এবার হাসপাতালের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন বিধায়কদের। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার ধাঁচে এ রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মেলে  স্বাস্থ্যসাথী প্রকল্পে। 'দুয়ারে সরকার' ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে নিতে পারেন নাগরিকরা। কিন্তু এই কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হয়রানি অভিযোগ উঠেছে বারবার। এমনকী, রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'যদি ১০০ দিনের টাকা না পায়, তাহলে খাবে কী'?, ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

কয়েকদিন আগে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন সমস্ত জেলার জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজে সুপাররা। স্রেফ কোভিড নয়, রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি ও স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও বৈঠক আলোচনা হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Purulia Hospital Notice: সকালে ৩ ঘণ্টা; বিকেলে ২ ঘণ্টা বন্ধ থাকবে ফ্যান, আজব নোটিসে তুলকালাম হাসপাতাল

সেই বৈঠক শেষে স্বাস্থ্যসাথী কার্ড না নিলে, 'প্রয়োজনে হাসপাতালের বিরুদ্ধ আইনানুগ পদক্ষেপ' করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি আরও বলেন, 'স্বাস্থ্যসাথী কার্ডে অন্য রাজ্যে চিকিৎসা করালে, আমাদের এখানকার টাকা অন্য রাজ্যে চলে যায়। আমি চাইব, আমাদের এখানকার টাকা এখানেই থাকুক'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.