বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে Mamata, সবরকম সহযোগিতার আশ্বাস

বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট বেড়ে যায়। তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে।

Updated By: Dec 9, 2020, 07:47 PM IST
বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে Mamata, সবরকম সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদন: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে দেখতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন সবরকম সাহায্যের আশ্বাস। মমতা বলেন, 'উনি ভাল হয়ে যান এটাই চাই।'  

বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট বেড়ে যায়। তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় রয়েছে ৬ সদস্যের মেডিক্যাল টিম। হাসপাতাল জানিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল। তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। অবস্থা সংকটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

 এ দিন সন্ধেয় বুদ্ধদেববাবুর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। কিছুক্ষণ পর বেরিয়ে তিনি বলেন,'ওঁর দ্রুত সুস্থতা চাই। মীরা বৌদি কষ্টে আছেন। পরিবারের পাশে সবাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। খুব সম্মান করি। ডাক্তার, নার্স যাঁরা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ভালো হয়ে যান এটাই চাই। যে কোনও সাহায্য লাগলে যখন বলবেন তখনই ব্যবস্থা করবে সরকার।'   

আরও পড়ুন- চ্যালেঞ্জ করছি, এই কাজ আমার জায়গায় একজনও করে একদিনে ইস্তফা দেব: মমতা

.