বারাকপুরের মেস থেকে উদ্ধার যুবকের দেহ
ওয়েব ডেস্ক: বারাকপুরের মেসে যুবকের রহস্যমৃত্যু। বন্ধুদের দাবি শৌচাগারে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুব্রত দাসের। পরিবারের অভিযোগ, টাকার জন্য খুন করা হয়েছে সুব্রতকে। মৃত্যুর আগে সুব্রতর গতিবিধি রহস্য বাড়িয়েছে।
সুব্রত দাস। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। বছরখানেক আগে আমেরিকায় পাড়ি দেন। ১০ তারিখ দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বারাকপুরের একটি মেস থেকে উদ্ধার হল সুব্রত দাসের দেহ।
রবিবার বাড়ি ফেরার কথা থাকলেও, গত বুধবার বারাকপুর পৌছন সুব্রত। বন্ধুদের সঙ্গে মেসে ছিলেন। বন্ধুদের দাবি, শুক্রবার রাতে মেসের বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান সুব্রত। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। যদিও পরিবারের দাবি, সুব্রতকে খুন করা হয়েছে।
বারুইপুরে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার জেরে ভাঙচুর স্থানীয় তৃণমূল নেতার মার্কেট কমপ্লেক্সে
মৃত্যুর আগে সুব্রতর গতিবিধি ঘিরে রহস্য দানা বেধেছে।
১০ সেপ্টেম্বর আমেরিকা থেকে ফেরার কথা থাকলেও, কেন দুদিন আগেই ফিরলেন সুব্রত?
আগে ফেরার কথা বাড়ির লোককে কেন জানাননি যুবক?
বাড়িতে না গিয়ে, আগে কেন ব্যারাকপুরে বন্ধুদের মেসে চলে গেলেন?