হাতির হানায় মৃত্যু, চা-বাগানের মধ্যে উদ্ধার যুগলের বস্ত্রহীন দেহ, উঠছে নানা প্রশ্ন
মহিলার পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে বানারহাট থানার পুলিশ। এমনকী দুই জন ভোরবেলা ওখানে কী করছিল, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে জলপাইগুড়ি বন্যপ্রাণ শাখার অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী।
নিজস্ব প্রতিবেদন: হাতির আক্রমণে ধূপগুড়ি ব্লকের গয়েরকাটা চা-বাগানের হিন্দু ডিভিশনে এক মহিলা-সহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম কর্মা মিঞ্জ (৪৫)। মহিলার নাম জানা যায়নি।
নিহত কর্মার বাড়ি চা-বাগানে লোদর লাইনে। কর্মা ও মহিলার দেহ এক সাথেই পাওয়া গিয়েছে। দু'টি দেহই বস্ত্রহীন অবস্থায় ছিল। যে জায়গায় দেহ পাওয়া গিয়েছে সেটি হাতির করিডোর বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।
বানারহাটে কিশোরীকে গণধর্ষণে গ্রেফতার ২, একজনের বয়স ৬২, অন্যজনের ২৬
মহিলার পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে বানারহাট থানার পুলিশ। এমনকী দুই জন ভোরবেলা ওখানে কী করছিল, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে জলপাইগুড়ি বন্যপ্রাণ শাখার অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী।