Selfi Death: ঘাতক সেই সেলফিই! ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মৃত্যু কিশোরের

হাসপাাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। এলাকায় শোকের ছায়া।

Updated By: Apr 22, 2023, 08:06 PM IST
Selfi Death:  ঘাতক সেই সেলফিই! ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মৃত্যু কিশোরের

সঞ্জয় রাজবংশী ও বাসুদেব চট্টোপাধ্যায়: ঘাতক সেই সেলফিই! ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এবার বেঘোরে প্রাণ গেল কিশোরের। দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনায়। এলাকায় শোকের ছায়া।

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আজাদ শেখ। বাড়ি পূর্ব বর্ধমানেরই পূর্বস্থলীর বাবুইডাঙ্গা এলাকায়। এদিন ঈদের নমাজের পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিল আজাদ। ট্রেনে চেপে যাচ্ছিল সকলে।

কীভাবে দুর্ঘটনা? ট্রেন তখন চলছে। কালনার ফলেয়া স্টেশনে কামরার দরজা থেকে মুখ বাড়িয়ে সেলফি তুলে যায় আজাদ!এরপর রেললাইনের ধারে থাকা পিলারে ধাক্কা লেগে ছিটকে পড়ে সে। আঘাত লাগে মাথায়। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। 

আরও পড়ুন: Narendrapur: লকআপে অভিযুক্তকে পিটিয়ে খুন? পুলিস সুপারের দ্বারস্থ মৃতের পরিবার..

এদিকে আসানসোলে ঈদের নমাজ পড়ার সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ। কীভাবে? আসানসোল দক্ষিণ থানার  তালপুকুরিয়া এলাকার বাসিন্দা ছিলেন ষাটোর্ধ্ব মহম্মদ মুস্তাকিন। এদিন সকালে আসানসোলের মূর্গাশোল এলাকায় ঈদগাহে নমাজ পড়ছিলেন তিনি। আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.