Maoist: বাঁকুড়ায় 'মাওবাদী' পোস্টার; বিরোধীদের চক্রান্ত, অভিযোগ TMC-র
পোস্টার পাওয়া গেল সারেঙ্গা ও রাইপুরে।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। 'ফাঁড়িতে হামলা হবে', এবার 'মাওবাদী' পোস্টার পড়ল বাঁকুড়ার রাইপুর থানার খয়েরবনি গ্রামে। যদিও এই পোস্টারের কথা স্বীকার করেনি পুলিস। বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পাওয়া যায় বাঁকুড়ার সারেঙ্গায়। ভুসুরডি এলাকায় পুকুর পাড়ে মহিলাদের স্নানঘরের দেওয়ালে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা বেশ কয়েকটি পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কোনওটিতে লেখা, 'আমাদের নেতা কিষাণজির মৃত্যুর বদলা চাই। বর্তমান সরকারের সরকারি কর্মচারীরা যেসব দুর্নীতি করে চলেছে, তাঁদের বলছি, তোমার সময়ে শেষ হয়ে গিয়েছে'। আবার কোনওটিতে লেখা, খেলা হবে, খেলা হবে। এবার তো আমার খেলব TMC নেতাদের সঙ্গে'।
আরও পড়ুন: প্রবল গরমের সাথে তাপপ্রবাহ, কমানো হল স্কুলের সময়
বাদ গেল না রাইপুর থানার খয়েরবনি গ্রামও। দুপুরে 'মাওবাদী' পোস্টার মিলল গ্রাম লাগোয়া রাস্তার ধারে। সেই পোস্টার আবার লেখা, 'এবার আসল খেলা হবে', 'ফাঁড়িতে হামলা হবে'।
জঙ্গল মহলে ফের মাও গতিবিধি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। স্রেফ তৃণমূল নেতা ও পুলিসকে হুমকি দিয়ে পোস্টার নয়, ঝাড়গ্রামে চন্দ্রী এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের দিনেদুপুরে গুলি চলেছে। গুলিবিদ্ধ হন এক যুবক। এদিন নবান্নে বৈঠকও করলেন চার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবরা।