দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি, সিমলাপালে উদ্ধার মাওবাদী পোস্টার
'দুর্নীতিগ্রস্থ নেতা ও পুলিসের মাওবাদীদের হাত থেকে রেহাই নেই'
নিজস্ব প্রতিবেদন : সারেঙ্গা, বারিকুল ও তালডাংরার পর এবার সিমলাপালে উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোস্টার। দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই পোস্টারে।
বাঁকুড়ার সারেঙ্গা, বারিকুল ও তালডাংরা থানার পর এবার সিমলাপাল থানা এলাকায় উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। আজ সকালে সিমলাপাল থানার ভালাইডিহা গ্রামে প্রাচীন রাজবাড়ির সীমানা পাঁচিলে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা। পুলিস জানতে পেরে পোস্টারগুলি ছিঁড়ে দেয়। সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলিতে দুর্নীতিগ্রস্থ নেতা ও পুলিসকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পোস্টারে লেখা রয়েছে, 'দুর্নীতিগ্রস্থ নেতা ও পুলিসের মাওবাদীদের হাত থেকে রেহাই নেই' । একটি পোস্টারে আবার লেখা, মাওবাদী কিষেণজি অমর রহে। প্রতিটি পোস্টারে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।
তৃণমূল নেতাদের হুঁশিয়ারি, মাওবাদী পোস্টার মিলল বিনপুরেও
Maoist Poster in Goaltore: গাছে বাঁধা লাল শালুতে লেখা 'মাওবাদী', গোয়ালতোড়ে তীব্র আতঙ্ক
Maoist Poster: পুরনো কায়দায় বাজার বন্ধের ডাক, বদলা নেওয়ার হুমকি, জঙ্গলমহলে ফের 'মাও' পোস্টার