বাজারে উধাও মাস্ক, কাজের জোয়ার রাজ্যের দর্জি দোকানগুলিতে

পুজো ঢের দেরি। সামনে শুধু পয়লা বৈশাখ। রেডিমেড পোশাকের যুগে এমনিতেই বেশিরভাগ দর্জির দোকান মাছি তাড়ায়

Updated By: Mar 19, 2020, 08:26 PM IST
বাজারে উধাও মাস্ক, কাজের জোয়ার রাজ্যের দর্জি দোকানগুলিতে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  N95 মাস্ক তো নেই-ই। রাজ্যজুড়ে সাধারণ মাস্কেরও হাহাকার। অভিযোগ উঠছে কালোবাজারিরও। জোগান সামাল দিতে এবার দর্জির দোকানে মাস্কের অর্ডার আসছে। নাওয়া-খাওয়া ভুলে মেশিনে ঝড় তুলছেন শ্রীরামপুর স্টেশন লাগোয়া টেলারিং শপের কর্মীরা।

পুজো ঢের দেরি। সামনে শুধু পয়লা বৈশাখ। রেডিমেড পোশাকের যুগে এমনিতেই বেশিরভাগ দর্জির দোকান মাছি তাড়ায়। মন্দার সেই বাজারে আচমকা হানা করোনার। পোয়াবারো রাজ্যের দর্জির দোকানগুলির।

আরও পড়ুন- ওয়ার্ক ফ্রম হোম পেতেই দিঘায় ভিড়! সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

শ্রীরামপুর স্টেশনের কাছে টেলারিং-এর দোকান গুলাম রাব্বানি আনসারির। সময়ে অর্ডার পৌছে দিতে কর্মীর সংখ্যা বাড়িয়ে দশ করেছেন তিনি। তাতেও লক্ষ লক্ষ মাস্ক তৈরির বরাত সামাল দেওয়া যাচ্ছে না। দিনভর খটখট আওয়াজে ঝড় তুলছে মেশিন। বেরিয়ে আসছে একের পর এক মাস্ক। ব্যবসায়ীরা বলছেন, আপাতত ছুটিতে পোশাক তৈরির কারবার।

.