Bandel Church: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনে ভয়ংকর অগ্নিকাণ্ড, ভষ্মীভূত একাধিক দোকান...

Hooghly: সামনেই ক্রিসমাস। বড়দিনে পর্যটকের দল ভিড় করে হুগলীর জনপ্রিয় ব্যান্ডেল চার্চে। সেই কারণে প্রতিবারই চার্চের সামনে বসে মেলা। তবে এবার বড়দিন আসার আগেই ভয়ানক দুর্ঘটনা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল ৭টি দোকান।

Updated By: Dec 22, 2023, 10:29 AM IST
Bandel Church: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনে ভয়ংকর অগ্নিকাণ্ড, ভষ্মীভূত একাধিক দোকান...

বিধান সরকার: দুদিন পর বড় দিন। সেজে উঠছে ব্যান্ডেল চার্চ(Bandel Church)।প্রতি বছরই বড় দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। সেই মেলার সাতটি দোকানে আচমকাই আগুন লেগে যায় বৃহস্পতিবার। সেই আগুনেই পুরে ছাই হয়ে যায় সব কটি দোকান। প্রতিবারই ছোটদের খেলনা,ইমিটেশন গয়না,চশমা সহ নানা মনোহারি দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- LPG cylinder prices cut: বছরশেষে সস্তা হল গ্যাস সিলিন্ডার, এক ধাক্কায় দাম কমল ৩৯.৫ টাকা...

স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত একটা দশ নাগাদ আগুন লাগে।স্থানীয় কালীতলা জেলেপাড়ার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।পরে আসে দমকলের একটি ইঞ্জিন।চুঁচুড়া থানার পুলিস পৌঁছায় ঘটনাস্থলে। শুক্রবার সকালে চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মন্ডল,চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ঘটনাস্থলে যান।

অনিন্দিতা জানান, ‘প্রতি বছর বড়দিন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয় ব্যান্ডেল চার্চে।মেলা বসে।বেচাকেনা ভালোই হয়।ঋণ নিয়ে দোকান সাজান বিক্রেতারা।সেই দোকান পুরে ছাই হয়ে গেছে।কি করি আগুন লাগল তা বোঝা যাচ্ছে না।২৩ তারিখ সিসি ক্যামেরা বসানোর কথা তার আগেই এই আগুন।নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত করুক পুলিস’।

আরও পড়ুন- Fraud: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার ২২ লক্ষ টাকার প্রতারণা! পুলিসের দ্বারস্থ মহিলা

তবে আগুনে বিরাট ক্ষতি হয়ে গেল স্বপন নাথ,জিতেন কর্মকার,ভূবন শিকারী,সুকুমার মন্ডল,দেবু মন্ডলদের মত দোকানদারদের। জিতেন বাবু গত পঁচিশ বছর ধরে খেলনার দোকান দেন এই চত্ত্বরে।বড় দিনের জন্য কলকাতা থেকে লক্ষাধিক টাকার খেলনা তোলেন। এবছর বড়দিন আসার আগেই পুরে শেষ সব।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.