ক্লাব দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমার আঘাতে জখম শিশুকন্যা
স্থানীয় তৃণমূল নেতা ইনসান মল্লিকের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ বিজেপির।
নিজস্ব প্রতিবেদন : ক্লাব দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে আহত হল এক শিশুকন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে কালনার ঘনশ্যামপুর গ্রামে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি চলে। তখনই বোমার আঘাতে জখম হয় ওই শিশুকন্যা।
স্থানীয় তৃণমূল নেতা ইনসান মল্লিকের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ বিজেপির। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। জানা গিয়েছে, ঝাপান উৎসব চলাকালীন গ্রামে ঘনশ্যামপুর সেবাদল ক্লাবটি দখল নেওয়ার চেষ্টা করে একদল দুষ্কৃতী। বাধা দেয় গ্রামের বাসিন্দারা। তার জেরেই শুরু হয় বোমাবাজি।
আরও পড়ুন, ঘাটালে বিজেপির বাইক মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অভিযোগ, ক্লাব দখলের রাজনীতি নিয়েই গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় তৃণমূল নেতা ইনসান মল্লিকের নেতৃত্বেই বোমাবাজি হয়। অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা অজিত পান। স্থানীয়রা জানিয়েছেন, ঘনশ্যামপুর সেবাদল ক্লাবের দখল নিয়ে দিন কয়েক ধরেই উত্তেজনা চলছিল। ক্লাবে কেন রাজনীতি ঢুকবে এই নিয়ে প্রতিবাদ করেন গ্রামবাসীরাও।
কাল রাত থেকেই উত্তেজনা বাড়ছিল। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে আসে কালনা থানার বিশাল পুলিস বাহিনী। নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।