ভবঘুরে, ভিখারিদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন বিধায়ক মিল্টন রশিদ

শুক্রবার রাতে রামপুরহাট রেলষ্টেশন চত্বরে থাকা ভবঘুরেদের তাপমাত্রা নিজের হাতে পরীক্ষা করলেন তিনি।

Updated By: Apr 4, 2020, 11:49 AM IST
ভবঘুরে, ভিখারিদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন বিধায়ক মিল্টন রশিদ

নিজস্ব প্রতিবেদন: ভবঘুরে ও ভিক্ষুকদের শরীরের তাপমাত্রা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করলেন 
বীরভূমের হাঁসন বিধানসভা এলাকার কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।
শুক্রবার রাতে রামপুরহাট রেলষ্টেশন চত্বরে থাকা ভবঘুরেদের তাপমাত্রা নিজের হাতে পরীক্ষা করলেন তিনি।

'নিজামউদ্দিনের ওরা এক-একজন মানববোমা... ভোটের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী'
 দু-তিনজনের তাপমাত্রা বেশি থাকায় তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্‍সা করানোর আশ্বাসও দেন। কংগ্রেস বিধায়কের এহেন পরিষেবায় খুশি এলাকার বাসিন্দারা।  করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার পর হাঁসন বিধানসভা এলাকার বাড়ি বাড়ি গিয়েও বাসিন্দাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন তিনি।
 লকডাউন শুরুর দিন থেকেই প্রশাসনের সহযোগিতায়  রামপুরহাট রেলষ্টেশন চত্বরে থাকা ভবঘুরেদের তিনবার খাবার পরিবেশন করছেন  এলাকার কয়েকজন  সাংবাদিকও।

.