আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ স্ট্র্যাটেজি বৈঠকে মোর্চা

অশান্ত পাহাড় পরিস্থিতির মাঝেই, আজ মোর্চার গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বৈঠক। মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের পাতলেবাসের বাড়িতেই বসবে কেন্দ্রীয় কমিটির বৈঠক। উদ্দেশ্য, ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা তৈরি।

Updated By: Jun 10, 2017, 10:57 AM IST
আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ স্ট্র্যাটেজি বৈঠকে মোর্চা

ওয়েব ডেস্ক : অশান্ত পাহাড় পরিস্থিতির মাঝেই, আজ মোর্চার গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বৈঠক। মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের পাতলেবাসের বাড়িতেই বসবে কেন্দ্রীয় কমিটির বৈঠক। উদ্দেশ্য, ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা তৈরি।

গতকালই মোর্চা সুপ্রিমো ঘোষণা করেন, গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবে মোর্চা। কিন্তু সেই আন্দোলন কীভাবে হবে তা স্পষ্ট করেননি তিনি। মোর্চা সূত্রে খবর, পৃথক গোর্খাল্যান্ডে রাজ্যের দাবিকে সামনে রেখেই ফের আন্দোলনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জাতিসত্ত্বা ও পৃথক রাজ্য, এই দুই ইস্যু নিয়েই পাহাড়ে নিজেদের জমি পুনরুদ্ধার করতে মরিয়া মোর্চা।

পাহাড় পরিস্থিতি নিয়ন্ত্রণে এমনিতেই কড়া সরকার। চাপের মুখে কোনওভাবে রাশ আলগা করতে নারাজ মোর্চাও। পাহাড়ের বর্তমান পরিস্থিতিই আলাদা মাত্রা যোগ করছে আজকের এই বৈঠকে।

আরও পড়ুন, পর্যটনের ভরা মরশুমে জ্বলছে দার্জিলিং, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জঙ্গি আন্দোলনে মোর্চা

.