আজ পাহাড়জুড়ে মোর্চার মিছিল, পুলিস বাড়াবাড়ি করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি

মোর্চার কর্মসূচি ঘিরে আজও পাহাড় উত্তপ্ত হওয়ার আশঙ্কা। আজ পাহাড়জুড়ে মিছিল করবে নারী মোর্চার কর্মী-সমর্থকেরা। দার্জিলিং শহরের দুটি জায়গা থেকে মিছিল বেরোবে। সিংমারি এবং দার্জিলিং স্টেশন থেকে দুটি মিছিলেই থাকবেন নারী মোর্চা প্রথম সারির নেত্রীরা। অন্যদিকে কালিম্পংয়েও হবে মিছিল। গতকালই যুব মোর্চার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মিছিল আটকালে বা পুলিস বাড়াবাড়ি করলে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন। মোর্চার এই কর্মসূচি ঘিরে সতর্ক রয়েছে প্রশাসনও। প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে পাহাড়জুড়ে।  দার্জিলিংয়ে যখন মিছিলের ডাক দেওয়া হয়েছে, তখন দিল্লিতে দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠকে বসছেন মোর্চা নেতা রোশন গিরি। পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। 

Updated By: Jun 15, 2017, 08:39 AM IST
আজ পাহাড়জুড়ে মোর্চার মিছিল, পুলিস বাড়াবাড়ি করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি

ওয়েব ডেস্ক: মোর্চার কর্মসূচি ঘিরে আজও পাহাড় উত্তপ্ত হওয়ার আশঙ্কা। আজ পাহাড়জুড়ে মিছিল করবে নারী মোর্চার কর্মী-সমর্থকেরা। দার্জিলিং শহরের দুটি জায়গা থেকে মিছিল বেরোবে। সিংমারি এবং দার্জিলিং স্টেশন থেকে দুটি মিছিলেই থাকবেন নারী মোর্চা প্রথম সারির নেত্রীরা। অন্যদিকে কালিম্পংয়েও হবে মিছিল। গতকালই যুব মোর্চার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মিছিল আটকালে বা পুলিস বাড়াবাড়ি করলে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন। মোর্চার এই কর্মসূচি ঘিরে সতর্ক রয়েছে প্রশাসনও। প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে পাহাড়জুড়ে।  দার্জিলিংয়ে যখন মিছিলের ডাক দেওয়া হয়েছে, তখন দিল্লিতে দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠকে বসছেন মোর্চা নেতা রোশন গিরি। পাহাড় পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। 

.