কী যোগ্যতায় সারদায় ১৬ লক্ষ বেতন পেত: Sisir; বেতন উনি ঠিক করবেন!,পাল্টা কুণাল

তৃণমূল ও অধিকারী পরিবার এবার সম্মুখসমরে!

Updated By: Jan 14, 2021, 10:35 PM IST
কী যোগ্যতায় সারদায় ১৬ লক্ষ বেতন পেত: Sisir;  বেতন উনি ঠিক করবেন!,পাল্টা কুণাল

নিজস্ব প্রতিবেদন:  'পার্টি আছে, থাকবে। কিন্তু আমার পরিবার আছে, পরিবারকেও দেখতে হবে।' তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শিশির অধিকারী (Sisir Adhikari)। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ক্ষোভ উপরে দিলেন তিনি। বললেন,'পরিবারকে জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন কুণাল। সব মিথ্যা, বানিয়ে বলছেন। কুণাল ঘোষকে ছাড়বে না কর্মীরা। পূর্ব মেদিনীপুরে এলে ঘেরাও করা হবে।'  তৃণমূল ও অধিকারী পরিবার এবার সম্মুখসমরে। তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

শুভেন্দু (Suvendu Adhikari) দল ছেড়ে বেরিয়ে যাওয়া পরই কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের (TMC) সমীকরণ সম্পর্ণ বদলে গিয়েছে। নির্দেশিকা জারি করে কার্যত রাতারাতি কাঁথি পুরসভা প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। আঘাত এসেছে খোদ গৃহকর্তার উপরেও। প্রথমে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) চেয়ারম্যান পদ, পরে দলের জেলা সভাপতির পদ থেকে অপসারিত হন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। তারপরেও কিন্তু সেভাবে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। বরং ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, 'আমার কাছে কোনও সরকারি কাগজ আসেনি। আমার কোনও অ্যাকশনও নেই। রিঅ্যাকশন নেই। অখিলবাবুকে করেছে, তাতে অসুবিধা কোথায়। এটা পৈতৃক সম্পত্তি নয়।' তবে ক্ষোভ  প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠমহলে। বলেছিলেন,  'দলের কেউ খোঁজ নেয় না।' কিন্তু এবার ধৈর্য্যের বাঁধ ভাঙল।

আরও পড়ুন: শনিবার 'সিদ্ধান্ত' Satabdi-র, ফের কি ভাঙন TMC-তে?

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে সারদা প্রসঙ্গ তুলে অধিকারী পরিবারকে নিশানা করেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন কুণালকে নিশানা করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিশির (Sisir Adhikari)। Zee ২৪ ঘণ্টাকে ফোনে বললেন, 'সারদায় ১৬ লক্ষ টাকা বেতন পেতেন কুণাল। ভূ-ভারতে কোনও সাংবাদিক এত টাকা বেতন পান বলে শুনিনি। ওঁর কী যোগ্যতা আছে? সারদার টাকা ফেরত দিক। পূর্ব মেদিনীপুর এলে ঘেরাও করা হবে। আমি কোনওদিনই আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। দলের সঙ্গে বেইমানি করিনি।' দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন? শিশির অধিকারীর সোজসাপ্টা জবাব, 'আমার বলার দরকার নেই। যাঁরা পক্ষপাতদুষ্ট লোককে পাঠিয়েছে, তাঁরা বুঝে নিক।'

আরও পড়ুন: করোনার থেকে বিপজ্জনক BJP, ওদের হাত রক্তে লাল: Nusrat

যাঁকে নিশানা করলেন শিশির অধিকারী, চুপ করে থাকেননি তিনি। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া পাল্টা প্রতিক্রিয়ায় কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, 'মিডিয়া কার কত বেতন হবে, সেটা শিশির অধিকারী ঠিক করে দেবেন নাকি? আমার কোনও কিছু যদি খারাপ লাগে, তাহলে উনি সিবিআই-র কথা বলে নিন।' ঘেরাও প্রসঙ্গে কুণাল বলেন, 'শিশিরবাবুকে বলব, আমি খেতে ভালোবাসি। চা-গরম সিঙ্গাড়া-জিলিপির ব্যবস্থা করবেন। সারদা নিয়ে কথা হবে। সারদা কর্তা সুদীপ্ত সেন যে চিঠি দিয়েছে, সেই চিঠির কপিও দিতে আসব।'

.