করোনার থেকে বিপজ্জনক BJP, ওদের হাত রক্তে লাল: Nusrat

বাংলায় প্রকল্পের বন্যা বইয়ে দিচ্ছেন দিদি, দাবি নুসরতের। 

Updated By: Jan 14, 2021, 09:18 PM IST
করোনার থেকে বিপজ্জনক BJP, ওদের হাত রক্তে লাল: Nusrat

নিজস্ব প্রতিবেদন: বিজেপি করোনার থেকেও বেশি বিপদজ্জনক। কারণ ওরা ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়। ওদের হাত রক্তে লাল। বৃহস্পতিবার দেগঙ্গায় রক্তদান শিবিরে এভাবে বিজেপিকে আক্রমণ শানালেন নুসরত জাহান (Nusrat Jahan)। রক্তদানের প্রাসঙ্গিকতা বলতে গিয়ে নুসরত বলেন,'মানুষই মানুষের পাশে দাঁড়ায়। আপনারা রক্ত দিলে অনেক মানুষের প্রাণ বাঁচবে। 

এ দিন বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) বলেন,'করোনার (Corona) থেকেও বেশী বিপদজ্জনক বিজেপি (BJP)। ওরা মনুষ্যত্বের দাম দেয় না। ওরা আমাদের পরিশ্রম দেখে না। ওদের কাছে প্রচুর টাকা আছে। সেই টাকা চারিদিকে ছড়িয়ে ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়। ওদের হাত রক্তে লাল।' তাঁর আরও সংযোজন,'হিন্দু মুসলমান যেভাবে আমরা একসঙ্গে বসবাস করছি আগামী দিনে সে ভাবে থাকতে গেলে আমাদের দিদিকে দরকার। যেখানে বিজেপি সরকারে থাকে সেখানে মানুষ বাঁচতে পারেন না।' 

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করে নুসরত (Nusrat Jahan) বলেন,'বাংলায় প্রকল্পের বন্যা বইয়ে দিচ্ছেন দিদি। দুয়ারে সরকারের মাধ্যমে উপকৃত হচ্ছেন মানুষ। বাংলার মানুষের জন্য যিনি লড়াই করছেন তার মুখরক্ষা করবেন আপনারা।  

আরও পড়ুন- শনিবার 'সিদ্ধান্ত' Satabdi-র, ফের কি ভাঙন TMC-তে?

.