তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মুকুল রায়

উলুবেড়িয়ায় বিজেপির সভামঞ্চ থেকে শাসক দলকে আক্রমণ শানালেন মুকুল রায়। 

Updated By: Nov 25, 2017, 05:14 PM IST
তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মুকুল রায়

নিজস্ব প্রতিনিধি: 'জয় শ্রী রাম' দিয়ে শুরু হল, শেষ হল 'জয় শ্রী রাম' দিয়েই। বিজেপির সভায় 'রামভক্ত' মুকুল রায়কে ঘিরে উচ্ছ্বাস উলুবেড়িয়ায়। আর সেই সভাতেই উলুবেড়িয়ায় আসন্ন নির্বাচনের আগে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়। তাঁর বার্তা, ''উপনির্বাচনে প্রথম হতে হবে। দ্বিতীয় হলে কেউ মনে রাখে না। একটাও ভোট যাতে চুরি না হয় তা নিশ্চিত করব।'' 

এদিনের সভা থেকে প্রশাসনিক মহলকেও বার্তা দেন মুকুল। বলেন,'' বাংলায় সরকারের আমলারা দলদাসে পরিণত হয়েছে। এই পুলিসরাজ থেকে মুক্তি চাই। যে সব পুলিস দালালি করছে, তাদের জানা উচিত, আজ যারা বিরোধী কাল তারা সরকারে আসতে পারে। মমতার বিরুদ্ধে বললেই পুলিস কেস দিচ্ছে। তৃণমূলের কেউ বললেও একই অবস্থা হচ্ছে।''

আরও পড়ুন- ট্রেডমার্ক বিতর্কে এবার মমতাকে জড়ালেন মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক লন্ডন সফর নিয়েও কটাক্ষ করেছেন মুকুল রায়। তাঁর খোঁচা, ''লন্ডনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আইজি আইনশৃঙ্খলাও গিয়েছেন। কুস্তি করে শিল্প আনবেন নাকি?'' আরও একবার তৃণমূলকে লিমিটেড কোম্পানি আখ্যা দিয়ে মুকুল বলেন, ''টিএমসি প্রাইভেট লিমিলেড কোম্পানিতে আগে আমি চাকরি করতাম।''  

আরও পড়ুন- রাতে বাইরে থেকে কারা ঢুকছে বীজপুরে, ২৪ ঘণ্টার সামনে চাঞ্চল্যকর দাবি শুভ্রাংশুর
 
এদিন উলুবেড়িয়ায় বিজেপির সভায় ভিড় চোখ টেনেছে। মঞ্চে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও মুকুল রায়-সহ রাজ্য নেতারা। তবে মুকুল রায়কে ঘিরেই ছিল যাবতীয় উন্মাদনা। তিনি রাজনৈতিক পাঞ্চ দিচ্ছেন, আর হাততালিতে ফেটে পড়ছে উপস্থিত জনতা। 

.