এলোপাথাড়ি কাঁচি চালিয়ে এক বন্ধুকে খুনের অভিযোগ অন্য বন্ধুর বিরুদ্ধে

দুই বন্ধুর মধ্যে বচসার জের। এলোপাথাড়ি কাঁচি চালিয়ে এক বন্ধুকে খুনের অভিযোগ অন্য বন্ধুর বিরুদ্ধে। কোচবিহারের টাকাগাছ এলাকার ঘটনা। খোলা জায়গায় বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। দুই বন্ধুই এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । অভিযুক্ত বন্ধু পলাতক । তার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । কিন্তু কী থেকে বচসার সূত্রপাত, তা অবশ্য স্পষ্ট নয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

Updated By: May 19, 2017, 10:44 AM IST
এলোপাথাড়ি কাঁচি চালিয়ে এক বন্ধুকে খুনের অভিযোগ অন্য বন্ধুর বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: দুই বন্ধুর মধ্যে বচসার জের। এলোপাথাড়ি কাঁচি চালিয়ে এক বন্ধুকে খুনের অভিযোগ অন্য বন্ধুর বিরুদ্ধে। কোচবিহারের টাকাগাছ এলাকার ঘটনা। খোলা জায়গায় বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। দুই বন্ধুই এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । অভিযুক্ত বন্ধু পলাতক । তার বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা । কিন্তু কী থেকে বচসার সূত্রপাত, তা অবশ্য স্পষ্ট নয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

সাবধান! হোয়াটস অ্যাপের এই মেসেজটিতে ক্লিক করলেন বিপদ!

অন্যদিকে, সোনারপুরে দিলীপ ঘোষের সভার আগেই আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘটনা খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামে। গতকাল দিলীপ ঘোষের সভার সমর্থনে প্রচার চলছিল। সে সময় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। জখম হন বিজেপি নেতা কমলেশ মণ্ডল, প্রদীপ বালা ও বলাই বিশ্বাস। বিজেপি করলে বাড়ি ভাঙচুর করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বিরাট কোহলির ফ্যান ইন্ডিয়া, বিরাটও আপ্লুত ইন্ডিয়ার ভালোবাসায়

.