গলা টিপে-মাথা থেঁতলে স্ত্রীকে খুন, মালিকের ষড়যন্ত্র ফাঁস গাড়ির চালকের বয়ানে

গত ১ ডিসেম্বর শান্তিনিকেতনের খোয়াই এলাকার আমারকুঠি জঙ্গলে একটি ভাঙা বাড়িতে আলমিনার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়

Updated By: Dec 9, 2018, 01:04 PM IST
গলা টিপে-মাথা থেঁতলে স্ত্রীকে খুন, মালিকের ষড়যন্ত্র ফাঁস গাড়ির চালকের বয়ানে

নিজস্ব প্রতিবেদন: শান্তিনিকেতনে আমারকুঠি জঙ্গলে মহিলা খুনের কিনারা করে ফেলল পুলিস। স্বামীর নির্দেশেই ওই মহিলাকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়। এমনটাই জানাচ্ছে পুলিস। গত ১ ডিসেম্বর আমারকুঠি জঙ্গলে ওই মহিলার দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-হিরে ব্যবসায়ী খুনে গ্রেফতার 'গোপী বহু' খ্যাত দেবলীনা ভট্টাচার্য

পুলিসের জেরায় ওই মহিলার স্বামী আলাউদ্দিন খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে। খুনের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হয়েছে তার গাড়ির চালক রাজেশ সেখ ওরফে বুডোকে।

পুলিসের জেরায় আলাউদ্দিন জানিয়েছে, স্ত্রী আলমিনা বেগমকে পাড়ুই নিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল গাড়ির চালক রাজেশ। পথে আমারকুঠি জঙ্গলে নামিয়ে গলা টিপে খুন করা হয় আলমিনাকে। তারপর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে আলমিনার মাথা থেঁতলে দেওয়া হয়।

আভিযুক্ত আলাউদ্দিনের দুটি বিয়ে। প্রথম স্ত্রী আলমিনা। এনিয়ে আলমিনার সঙ্গে আলাউদ্দিনের ঝগড়া লেগেই থাকতো। গত ১ ডিসেম্বর শান্তিনিকেতনের খোয়াই এলাকার আমারকুঠি জঙ্গলে একটি ভাঙা বাড়িতে আলমিনার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন-শতাব্দীর সেরা গুগলি কি এটাই? সাত বছরের খুদের বোলিংয়ে চমকে উঠলেন শেন ওয়ার্ন

পুলিস জানিয়েছে, গাড়ির ব্যবসা রয়েছে আলাউদ্দিনের। তার গাড়ির চালক রাজেশ। গত ১ ডিসেম্বরের ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। সন্দেহ হওয়ায় আলাউদ্দিনকে থানায় এনে জেরা করা হয়। কিন্তু কোনওকিছু বেরিয়ে আসেনি। পরে গ্রেফতার করা হয় রাজেশকে। তাকে চাপ দিতেই বেরিয়ে আসা সেই খুন করেছে। আলাউদ্দিনই নাকি তার স্ত্রীকে খুন করার কথা তাকে বলেছিল বলে দাবি করেছে রাজেশ।

 

.