Narayangarh: তৃণমূল বিধায়কের জন্মদিনে থানার ওসি! অপসারণ দাবিতে সরব বিজেপি

জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, আমরা বিরোধীরা বরাবর দাবি করে এসেছি পুলিস প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। গতকালের যে ভিডিও আপনারা দেখতে পারছেন এটা অন্তত আমাদের কাছে নতুন নয়

Updated By: Nov 21, 2022, 07:36 PM IST
Narayangarh: তৃণমূল বিধায়কের জন্মদিনে থানার ওসি! অপসারণ দাবিতে সরব বিজেপি

ই গোপি: নারায়ণগড়ের তৃণমূল বিধায়কের জন্মদিনে থানার ওসি! জন্মদিনে কেক কেটে পুলিস আধিকারিককে খাওয়ালেন বিধায়ক। এনিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টের জন্মদিনে হাজির হয়েছিলেন নারায়ণগড় থানার ওসি। এমনটাই অভিযোগ উঠছে। গতকাল অর্থাৎ রবিবার বিধায়ক সূর্যকান্ত অট্টের জন্মদিন ছিল। সেই জন্মদিনে আমন্ত্রিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত পুলিস আধিকারিক আনিসুর রহমান ও তৃণমূলের কর্মীরা। জন্মদিন পালনের সেই অনুষ্টানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি  জি ২৪ ঘণ্টা।

আরও পড়ুন-ভয়ংকর! ভিডিয়ো কলে সিনিয়র ছাত্রীকে ব্লেড দিয়ে যৌনাঙ্গ চিরতে বাধ্য করল জুনিয়র

ওই  ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেলদায় বিধায়কের কার্যালয়ে বিধায়ক সূর্যকান্ত অট্টের জন্মদিন পালিত হচ্ছে। সেখানে নারায়ণগড় থানার পুলিস আধিকারিক আনিসুর রহমানকে কেক খাওয়াচ্ছেন বিধায়ক। হাততালি দিচ্ছেন খোদ ওসিও। ওই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

ওই অনুষ্ঠানে ওসির উপস্থিতি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, আমরা বিরোধীরা বরাবর দাবি করে এসেছি পুলিস প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। গতকালের যে ভিডিও আপনারা দেখতে পারছেন এটা অন্তত আমাদের কাছে নতুন নয়। জনগণ দেখুন কিভাবে পুলিস নির্লজ্জ মতো তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিধায়কের জন্মদিনে জন্মদিন পালন করছে। পুলিস বহুদিন আগেই দলদাসে পরিণত হয়ে গিয়েছে। এখন প্রতিটি থানার ওসি তৃণমূলের ব্লক সভাপতির মতো কাজ করছেন। আমরা অভিযুক্ত ওসির অপসারণের দাবি জানাচ্ছি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.