নিউটাউন ও জলঙ্গি থানা ভেঙে নতুন থানা তৈরির সিদ্ধান্ত মন্ত্রী সভায়
সূত্রের খবর, ইতিমধ্যেই জনবসতি বৃদ্ধি পেয়েছে নিউটাউন এলাকায়। বাড়ির পাশাপাশি তৈরি হয়েছে বহু অফিসও। অথচ এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে চুরি, ডাকাতির মতো ঘটনা।
নিজস্ব প্রতিবেদন: একাধিক থানাকে ভেঙে বিভক্ত করে তৈরি হবে নতুন থানা। শুক্রবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে। তালিকায় রয়েছে নিউটাউন এবং মুর্শিদাবাদের জলঙ্গি থানা। এ দিন জানানো হয়েছে নিউটাউন থানাকে ভেঙে তৈরি হবে দুটি সম্পূর্ণ নতুন থানা। একটি ইকোপার্ক থানা এবং অন্যটি টেকনো সিটি নিউটাউন থানা।
সূত্রের খবর, ইতিমধ্যেই জনবসতি বৃদ্ধি পেয়েছে নিউটাউন এলাকায়। বাড়ির পাশাপাশি তৈরি হয়েছে বহু অফিসও। অথচ এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে চুরি, ডাকাতির মতো ঘটনা। পাশাপাশি এলাকা বিশাল হওয়ার কারণে একটিমাত্র থানার পক্ষে সমস্তদিক নজর রাখাও সম্ভব হচ্ছিল না। কাজেই সমস্ত দিক বিচার করেই নিউটাউন থানাকে ভেঙে দুটি ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ।
আরও পড়ুন: ছুটন্ত শান্তিনিকেতন এক্সপ্রেসের ইঞ্জিন খুলে বিপত্তি, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা
নিউটাউন থানার পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি থানাকে ভেঙে জলঙ্গি এবং সাগরপাড়া দুটি থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ার কারণে ডোমজুড় সাঁকরাইল এবং ধুলাগরকে হাওড়া পুলিস কমিশনারেটের মধ্যে আনা হল। এই বদলে এলাকার আইন শৃঙ্খলা, ট্রাফিক-সহ সমস্ত দিকেই নজর দেওয়া আরও সহজ হবে বলেই মনে করেছে প্রশাসনিক দফতর।