North Bengal: হাতির তাণ্ডবে তছনছ জলপাইগুড়ি, ভীত স্বন্ত্রস্ত গোটা গ্রাম

চারটি হাতি এদিন এলাকায় ঢুকে পড়ে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলেও খবর।  

Updated By: Aug 6, 2021, 12:35 PM IST
North Bengal: হাতির তাণ্ডবে তছনছ জলপাইগুড়ি, ভীত স্বন্ত্রস্ত গোটা গ্রাম

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তরবঙ্গে হাতির তাণ্ডব। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন রঙধামালি নতুন বস্তি এলাকায় হাতির তাণ্ডব। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চারটি হাতি এদিন এলাকায় ঢুকে পড়ে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলেও খবর।  

জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস এবং বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতিগুলোকে  বৈকন্ঠপুর বনবিভাগের বোদাগঞ্জ ফরেস্টে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। লোকালয়ে হাতি চলে আসায় আশঙ্কা বেড়েছে এলাকাবাসীর। পাশাপাশি মানুষও ভিড় জমিয়েছেন হাতি দেখতে। বনদফতরের তরফ থেকে মানুষকে দূরে সরে যেতে প্রচার করা হচ্ছে। 

আরও পড়ুন, Howrah: নয়ানজুলিতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১

ঘটনাস্থলে উপস্থিত বৈকন্ঠপুর বনবিভাগের ডিএফও মঞ্জিলা তিরকে। ডিএফও জানান, এত গরমে হাতিগুলোকে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না। সন্ধ্যার দিকে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। তবে যে সমস্ত বাড়ির ক্ষতি হয়েছে  সেই বাড়ির বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। 

বেশ কিছু বাড়িতে  তালা বন্ধ করে বাসিন্দারা নিরাপদ জায়গায় রয়েছেন। এখনও এলাকায় রয়েছে হাতির দলটি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.