স্পিড ব্রেকারে ধাক্কা স্কুটির, মৃত্যু নার্সের
ক্ষমা দুর্গাপুরের ইস্পাত হাসপাতালের নার্স ইনচার্জ ছিলেন। ডিউটিতে যোগ দিতে ছেলের সঙ্গে স্কুটিতে হাসপাতালে ঢুকছিলেন।
নিজস্ব প্রতিবেদন: মাত্রাতিরিক্ত উঁচু স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে স্কুটি থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। রাতে দুর্গাপুরে ইস্পাত হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। মৃতের নাম ক্ষমা মল্লিক।
আরও পড়ুন: গুলি করার পর বন্দুক এলাকাতেই ছেড়ে পালায় 'খুনি', কিন্তু কেন? বিধায়ক খুনে অদ্ভূত তথ্য সামনে
ক্ষমা দুর্গাপুরের ইস্পাত হাসপাতালের নার্স ইনচার্জ ছিলেন। ডিউটিতে যোগ দিতে ছেলের সঙ্গে স্কুটিতে হাসপাতালে ঢুকছিলেন। গেটের বাইরেই তৈরি হওয়া নতুন তিনটি স্পিডব্রেকারে ধাক্কা খায় স্কুটি। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান ক্ষমা মল্লিক। মাথার পিছনে আঘাত লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী থেকে শুরু করে সহকর্মীরা। পুরপিতা রাজীব ঘোষের নেতৃত্বে ভেঙে দেওয়া হয় তিনটি স্পিড ব্রেকা
আরও পড়ুন: দেড় বছরের ছেলেকে কোলছাড়া করতেই গুলি, লুটিয়ে পড়লেন সত্যজিত্