রোজভ্যালি কাণ্ডে কর্ণধারের স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিস
এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) সূত্রে খবর, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে একাধিকবার নোটিস দেওয়া হয়েছে ইডির তরফে।
![রোজভ্যালি কাণ্ডে কর্ণধারের স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিস রোজভ্যালি কাণ্ডে কর্ণধারের স্ত্রী শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে জারি লুকআউট নোটিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/29/221046-untitled-1111.jpg)
নিজস্ব প্রতিবেদন: রোজভ্যালি মামলায় শুভ্রা কণ্ডুর বিরুদ্ধে নোটিস জারি। ইডির চিঠির ভিত্তিতে নোটিস জারি করেছে অভিবাসন দফতর। এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) সূত্রে খবর, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে একাধিকবার নোটিস দেওয়া হয়েছে ইডির তরফে। কিন্তু প্রত্যেকবারই গড়হাজির থেকেছেন তিনি।
ইডি সূত্রে জানানো হয়েছে, শেষবার শুভ্রা কুণ্ডুর সঙ্গে কথা বলে তাঁকে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করার ইঙ্গিত দেওয়া হয় আর তারপরই বেপাত্তা হয়ে যান শুভ্রা। এরপরই লুকআউট নোটিস জারির কথা বলে অভিবাসন দফতরে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেই অনুযায়ীই লুকআউট নোটিস জারি করেছে অভিবাসন দফকর। এরফলে কোনও এয়ারপোর্ট বা সিপোর্ট ব্যবহার করতে পারবেন না শুভ্রা। পাশাপাশি দেশ ছেড়ে পালিয়েও যেতে পারবেন না তিনি।
আরও পড়ুন: কাটোয়া মহকুমা হাসপাতালে বেনিয়ম! SNCU-র পাশেই প্যাণ্ডেল বেঁধে চলছে রান্না