প্লাস্টিকে মোড়া খণ্ড-বিখণ্ড দেহ, উদ্ধার হল নরেন্দ্রপুরে খালের জলে

আজ সকালে স্থানীয় বাসিন্দারাই প্লাস্টিকে মোড়া দেহটি দেখতে পায়।

Updated By: Aug 11, 2019, 01:25 PM IST
প্লাস্টিকে মোড়া খণ্ড-বিখণ্ড দেহ, উদ্ধার হল নরেন্দ্রপুরে খালের জলে

নিজস্ব প্রতিবেদন : কুসুম্বার পর এবার খোড়কি। নরেন্দ্রপুরের ফের উদ্ধার হল দেহ। এবার খোড়কিতে ফের এক অজ্ঞাতপরিচয়ের দেহ উদ্ধার হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, খালের মধ্যে প্লাস্টিকে মোড়া অবস্থায় দেহটি উদ্ধার হয়। দেহটি ৩ খণ্ড অবস্থায় ছিল। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহটি কীভাবে ওই স্থানে এল? ওখানেই কি খুন করা হয়েছে? নাকি খুন করে দেহ ফেলে রেখে গিয়েছিল আততায়ীরা, তারপর জলে ভেসে এসেছে দেহটি? তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, খালটি বানতলা থেকে গড়িয়া পর্যন্ত বিস্তৃত। তার আশপাশে রয়েছে অনেকগুলি ভেরি। ওই এলাকায় খুব কম লোকের বাস। সেখানে প্লাস্টিকে মোড়া অবস্থায় খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, চুল-দাড়ি কামিয়ে 'সাধু' সেজে মন্দিরে আশ্রয়! নরেন্দ্রপুর খুনে পুলিসের জালে স্বামী

আজ সকালে স্থানীয় বাসিন্দারাই প্লাস্টিকে মোড়া দেহটি দেখতে পায়। তাঁরাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তের পর নিহত ব্যক্তি এলাকার বাসিন্দা নয় বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে নরেন্দ্রপুরে জোড়া খুনের ঘটনা ঘটে। দম্পতির দেহ উদ্ধার হয়। এরপর গতকাল কুসুম্বায় ফের দেহ উদ্ধার হয়।

.