রথের দিন তৃণমূলে যাত্রা, ঝাড়গ্রামে পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির

সোমবার নেদাবহড়া পঞ্চায়েতের বিজেপি সদস্য বিষ্টু সিং ও তার অনুগামীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন

Updated By: Jul 12, 2021, 05:49 PM IST
রথের দিন তৃণমূলে যাত্রা, ঝাড়গ্রামে পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির

নিজস্ব প্রতিবেদন: ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। তৃণমূল বিধায়ক ডা খগেন্দ্র মাহাতর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন।

আরও পড়ুন-গ্রেফতারির আগেই পলাতক আরও এক JMB জঙ্গি, Exclusive ছবি Zee ২৪ ঘণ্টায়

সোমবার নেদাবহড়া পঞ্চায়েতের বিজেপি সদস্য বিষ্টু সিং ও তার অনুগামীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ফলে বিজেপি পরিচালিত নেদাবহড়া পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা হল ৩। অন্যদিকে, বিজেপির সদস্যসংখ্যা কমে হল ২।

আরও পড়ুন-সীমান্ত টপকে ভারতে ১৫ Jamat জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য

ওই যোগদান নিয়ে তৃণমূল বিধায়ক ডা খগেন মাহাত বলেন, একজন বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় নেদাবহড়া পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল। ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস। কয়েক দিনের মধ্যেই প্রধানের বিরুদ্ধে অনাস্থ আনা হবে। বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েত এলাকায় কোনও উন্নয়ন করেনি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ছত্রী গ্রাম পঞ্চায়েত, সাঁকরাইলের রোহিনী গ্রামপঞ্চায়েত হতাছাড়া হয় বিজেপির। এবার নেদারহড়া।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.