বাসন্তীর ঘটনায় ধৃত পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ৭ জন

  তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনভর উত্তপ্ত বাসন্তী। ঘটনায় সাত জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিস। তাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীও। রাতে ঘটনাস্থলে যান DIG প্রেসিডেন্সি রেঞ্জ ভরত লাল মিনা, স্পেশাল পুলিস সুপার সন্তোষ পাণ্ডে। তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের হেতালখালি গ্রাম।  

Updated By: Jan 18, 2018, 11:14 PM IST
বাসন্তীর ঘটনায় ধৃত পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ৭ জন

নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনভর উত্তপ্ত বাসন্তী। ঘটনায় সাত জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিস। তাঁদের মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীও। রাতে ঘটনাস্থলে যান DIG প্রেসিডেন্সি রেঞ্জ ভরত লাল মিনা, স্পেশাল পুলিস সুপার সন্তোষ পাণ্ডে। তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের হেতালখালি গ্রাম।  

আরও পড়ুন: বাসন্তীতে তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ের বলি স্কুলফেরত চতুর্থ শ্রেণির ছাত্র

এলাকা দখল নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত ছিল বাসন্তী হেতাল পারিখ গ্রাম। বৃহ্স্পতিবার পরিস্থিতি আরও তেঁতে ওঠে। শুরু হয় বোমাবাজি। প্রতিরোধ গড়তে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অপর পক্ষ। দোকানপাট বন্ধ করে এলাকা ছাড়েন অনেকেই। কার্যত বনধের চেহারা নেয় এলাকা।তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বলি হতে হল এক নিরীহ বালকের। কর্তব্য পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হল পুলিসও। বুকে গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আহত পুলিস কর্মী।  

.