লিলুয়ায় যুবক খুনের ঘটনায় আসানসোল থেকে চারজনকে গ্রেফতার করল পুলিস

খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসানসোল থেকে চার জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস।

Updated By: Sep 5, 2019, 01:10 PM IST
লিলুয়ায় যুবক খুনের ঘটনায় আসানসোল থেকে চারজনকে গ্রেফতার করল পুলিস

নিজস্ব প্রতিবেদন : প্রথমে পুলিসের জালে এসেছিল দুই অভিযুক্ত। তারপর তাদের দিয়েই ফোন করিয়ে ডেকে আনা হল বাকি দুই অভিযুক্তকে। বুধবার  হাওড়ার লিলুয়ায় যুবক খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসানসোল থেকে চার জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস।

 

বুধবার হাওড়ার লিলুয়াতে চন্দন সিং নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খুনের ঘটনায় তদন্তে নামে হাওড়া পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। সূত্র মারফত গোয়েন্দারা খবর পান, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অভিযুক্তরা। এরপরেই হাওড়া পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ, আসানসোল জিআরপি ও আসানসোল রেল ডিভিশনের আরপিএফ বাহিনী ও আসানসোল দক্ষিণ থানার পুলিস জৌথ ভাবে তল্লাশি চালায়। পুলিস সূত্রে খবর, বুধবার রাতে প্রথমে একজন অভিযুক্তকে আসানসোল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এবং আরেকজনকে চিত্তরঞ্জন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারপর তাঁদের দিয়েই বাকি দুই অভিযুক্তকে ফোন করিয়ে ডেকে পাঠানোর ব্যবস্থা করেন তদন্তকারীরা। সেই ফাঁদে পা দিয়ে বাকি দুইজন আসতেই তাদেরও গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ধৃতরা আসানসোল থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। 

আরও পড়ুন : মালদায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

.