Khagragarh: বিস্ফোরণের পর খাগড়াগড়ে জাল নোট কারখানার খোঁজ, বড় পদক্ষেপ পুলিসে

পুলিসের তরফে এলাকায় মাইকিং করা হয়। বাড়ির মালিকদের ভাড়াটিয়ার সম্পূর্ণ তথ্য থানায় জমা করতে নির্দেশ দেওয়া হয়। বর্ধমান থানায় ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের তথ্য সম্পর্কিত ফর্ম দেওয়া হয়। অবিলম্বে সেই ফর্ম ফিলআপ করে থানা এবং পুরসভায়, তা জমা করতে বলা হয়। প্রচার করল পুলিস। 

Updated By: May 23, 2022, 11:28 PM IST
Khagragarh: বিস্ফোরণের পর খাগড়াগড়ে জাল নোট কারখানার খোঁজ, বড় পদক্ষেপ পুলিসে

অরূপ লাহা: খাগড়াগড়ে জাল নোট কারখানার হদিস পাওয়ার পর, ফের নতুন করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে নামল পুলিস। সোমবার বিকেলে খাগড়াগড় এলাকায় মাইক নিয়ে প্রচার চলল।

পুলিসের তরফে এলাকায় মাইকিং করা হয়। বাড়ির মালিকদের ভাড়াটিয়ার সম্পূর্ণ তথ্য থানায় জমা করতে নির্দেশ দেওয়া হয়। বর্ধমান থানায় ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের তথ্য সম্পর্কিত ফর্ম দেওয়া হয়। অবিলম্বে সেই ফর্ম ফিলআপ করে থানা এবং পুরসভায়, তা জমা করতে বলা হয়। প্রচার করল পুলিস। 

প্রসঙ্গত, ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যারা যুক্ত ছিলেন, তারা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। আবার সম্প্রতি জাল নোট কাণ্ডেও সেই ভাড়াটিয়ারাই যুক্ত। পুলিসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে খাগড়াগড়ের স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে ভাড়াটিয়াদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পুলিশের কাছে থাকলে, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ থাকবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.