ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক, পুলিসকে ঘিরে বিক্ষোভ দুর্গাপুরে

ঘটনাস্থলে পুলিস গেলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, ওই ব্যক্তি ছেলেধরা হয়ে থাকতে পারে। এলাকার আরও কড়া পুলিসি নজরদারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Updated By: Sep 26, 2019, 10:39 AM IST
ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক, পুলিসকে ঘিরে বিক্ষোভ দুর্গাপুরে

নিজস্ব প্রতিবেদন:  রাস্তায় ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। নাম জিজ্ঞাসা করতে সঠিকভাবে বলতে পারেননি। অথচ নিজেকে সেনাবাহিনীর কর্মী বলে পরিচয় দেন তিনি। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের। ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি আটক করে রাখার অভিযোগ উঠল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সগড়ভাঙা গ্রামে। ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিসও। ঘটনাকে ঘিরে উত্তেজনা।

 

কোকওভেনের সগড়ভাঙ্গা গ্রামের ভৈরবতলা এলাকায় বুধবার সন্ধ্যায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। এলাকাবাসীরা তাঁকে ডেকে বেশ কিছু প্রশ্ন করেন। কিন্তু কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি তিনি। তবে এলাকাবাসীদের দাবি, ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্মী বলে পরিচয় দেন। কিন্তু কেন তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন, তারও কোনও উত্তর দিতে পারেননি তিনি। ওই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি ছিল বলে দাবি এলাকাবাসীদের। তাঁরা তাঁকে আটকে রেখে পুলিসে খবর দেন।

মহালয়াতেও বৃষ্টি, পরে বাড়বে আরও, জানাল আবহাওয়া দফতর

ঘটনাস্থলে পুলিস গেলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, ওই ব্যক্তি ছেলেধরা হয়ে থাকতে পারে। এলাকার আরও কড়া পুলিসি নজরদারির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দুর্গাপুর, আসানসোল এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। ছেলেধরা-আতঙ্ক কাটাতে রাতে দুর্গাপুর এলাকার বাসিন্দারা নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন। এই আতঙ্ক কাটাতে পুলিসের আরও কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন তাঁরা।

Tags:
.