রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছে পুলিস, মমতা প্রশাসনের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন রাজ্যপাল

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন রাজ্যপাল।

Updated By: Sep 8, 2020, 07:14 PM IST
রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছে পুলিস, মমতা প্রশাসনের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন রাজ্যপাল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চরমে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত। রাজ্যের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কয়েক দিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, পুলিস শাসকদলের হয়ে কাজ করছে। ক্ষমতায় এলে কড়া-গন্ডায় হিসেব নেবেন তিনি। কার্যত একই সুরে পুলিসকে কাঠগড়ায় দাঁড় করালেন জগদীপ ধনখড়ও।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তবে, এ দিন পুলিসের ভূমিকা নিয়ে নজিরবিহীন সমালোচনা করতে দেখা গেল রাজ্যপালকে। তিনি বলেন, রাজ্যের পুলিস রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে। রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছে পুলিস। বারাকপুরের সাংসদের বিরুদ্ধে পুলিসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, পুলিসকে রাজনীতির গণ্ডির বাইরে নিয়ে আসুন। অরাজকতা তৈরি হয়েছে রাজ্যে।

পুলিসের পাশপাশি রাজ্য়ের আমলাদেরও এ দিন একহাত নেন জগদীপ ধনখড়। তাঁর চিঠির জবাব দেন না বলে অভিযোগ রাজ্যপালের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যপালের কথায়, "রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। অবাধে 'উড়ছে' বোমা। তাহলে নির্বাচনে কী পরিস্থিতি দাঁড়াবে?"

জাতীয় শিক্ষা নীতি নিয়ে প্রশ্নে পাল্টা রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান ধনখড়। বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এর গুণগত মান কি থাকছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আশা করি, রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি পক্ষেই ভাবনাচিন্তা করবে। মহামারি দুর্নীতি নিয়ে রাজ্যপাল বলেন, বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন: ভাত দিতে দেরি, মেয়ের সামনে স্ত্রীকে মুগুর পিটিয়ে খুন করল স্বামী

.