পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় পুলিসের লাঠিচার্জ, উত্তেজনা

শান্তিপুর ১৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা ঘাটে  ওই এলাকার জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন চলছিল সোমবার রাতে।

Updated By: Nov 20, 2018, 01:36 PM IST
পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় পুলিসের লাঠিচার্জ, উত্তেজনা

নিজস্ব প্রতিবেদন:  জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় পুলিসের লাঠিচার্জ। আর তা ঘিরে ধুন্ধুমার নদিয়ার শান্তিপুরের কৃষ্ণকালীতলা এলাকায়।

আরও পড়ুন: পঞ্চায়েত উপপ্রধানের বাবাকে লক্ষ্য করে গুলি, বোমা

শান্তিপুর ১৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা ঘাটে  ওই এলাকার জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন চলছিল সোমবার রাতে।  শান্তিপুর থানার সিভিক ভলিন্টিয়াররা শোভাযাত্রায় অংশগ্রহণকারী বারোয়ারি  সদস্য সহ শোভাযাত্রায় অংশগ্রহণকারী অনেকের ওপর ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘চোর পুলিসের খেলা’! রক্ষীদের চোখে ধুলো দিয়েই হাসপাতাল থেকে পালাল প্রাক্তন উপপ্রধান

কালীতলা বারোয়ারীর সদস্য অসিত বিশ্বাসগুরুতর জখম হন। তাঁকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাঁকে  আশঙ্কাজক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। মঙ্গলবার বেলা পর্যন্ত শান্তিপুর কালনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

 

.