খেজুরিতে ভারতী ঘোষের গাড়ি আটকে দিল পুলিস, প্রতিবাদে পথ অবরোধ

পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থক, ভারতী ঘোষের কথা কাটাকাটি হয়। পুলিস কেন তাঁর গাড়ি আটকাল, তা নিয়ে প্রশ্ন করা হয়। এরপর বোগা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

Updated By: Jun 26, 2019, 11:49 AM IST
খেজুরিতে ভারতী ঘোষের গাড়ি আটকে দিল পুলিস, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিবেদন:  খেজুরিতে ভারতী ঘোষকে আটকে দিল পুলিস। বুধবার  কন্ঠিবাড়িতে সভা করতে যাচ্ছিলেন তিনি।  তাঁর সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেনও। খেজুরি ঢোকার আগেই বিজেপিনেত্রী ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় পুলিস। পুলিসকর্মীকে লক্ষ্য করে ঢিল ছোড়েন বিজেপি কর্মী সমর্থকরা। পরে কার্যকর্তারাই হাতজোড় করে ক্ষমা চান। 

 

পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থক, ভারতী ঘোষের কথা কাটাকাটি হয়। পুলিস কেন তাঁর গাড়ি আটকাল, তা নিয়ে প্রশ্ন করা হয়। এরপর বোগা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

খিদিরপুরে জাহাজঘাটের বাসকিউল ব্রিজে বিপত্তি, বন্দর এলাকায় যানজট

প্রসঙ্গত, বুধবার কন্ঠিবাড়িতে সভা করার কথা ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষের। তা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। একজন বিজেপি কর্মী আহত হন। ভারতী ঘোষ ও জেলা সভাপতির তপন মাইতির নেতৃত্বে বিক্ষোভ, অবস্থান,পথ অবরোধ চলে। পরে বিদ্যুত্ দফতরের সামনে থেকে ফেরত আসতে বাধ্য হন ভারতী ঘোষ। 

.