Weather Today: কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা
২০ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের ৬ দিন আগে, ২৭ মে কেরলে প্রবেশ করবে বর্ষা।
নিজস্ব প্রতিবেদন: ভোরের দমকা হাওয়ায় সকালে ঘন্টা দুয়েক সাময়িক স্বস্তি আসে মহানগরে। সকাল নটার পর থেকে যদিও স্বস্তি উধাও। শহরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে বলে জানা গেছে। বিকেলের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতায়। কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়।
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রী। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি । গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী থেকে একধাক্কায় বেড়ে ৩৫.৭ ডিগ্রি হয়। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Uluberia: নিজের মোবাইল উদ্ধার করতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, মর্মান্তিক মৃত্যু নার্সিং কর্মীর
বিকেলের পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখির অনুকূল পরিস্থিতি রয়েছে। দুপুরে গরম বাড়বে এবং একই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।
২০ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের ৬ দিন আগে, ২৭ মে কেরলে প্রবেশ করবে বর্ষা।