CBI Quizzes TMC Leader: অনুব্রতর পর বীরভূমের আরও এক তৃণমূল নেতাকে টানা জেরা সিবিআইয়ের

আজ প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুদীপ্ত ঘোষকে

Updated By: May 29, 2022, 09:23 PM IST
CBI Quizzes TMC Leader: অনুব্রতর পর বীরভূমের আরও এক তৃণমূল নেতাকে টানা জেরা সিবিআইয়ের

প্রসেনজিত্ মালাকার: বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের পর জেলার আরও এক তৃণমূল নেতাকে জেরা করল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে CBI এর জেরার মুখে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। বীরভূম জেলা তৃণমূলের সম্পাদকের পদে রয়েছেন সুদীপ্ত ঘোষ। একইসঙ্গে তিনি অনুব্রত মন্ডলের অন্যতম ঘনিষ্ঠ তৃণমূল নেতা।

উল্লেখ্য, বিধানসভা ভোটের ফলাফলের দিন বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় আদালতের নির্দেশে এখন তদন্ত করছে CBI। সেই মামলায় আজ প্রায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুদীপ্ত ঘোষকে।

জানা গিয়েছে, গতকাল রাত্রে ফোন করে ডাকা হয় এই তৃণমূল নেতাকে। সূত্রের খবর, ভোটের রেজাল্ট এর দিন অনুব্রত মন্ডল যার যার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। 

আরও পড়ুন-Maitree Express: করোনার কারণে থমকে গিয়েছিল চলাচল, রবিবার ফের চালু হল মৈত্রী এক্সপ্রেস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.